
০৫ জুলাই,১২:৪৬:২১
আবুল হোসেন রিপন:- বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট এই শ্লোগান কে সামনে রেখে চট্রগ্রামস্থ ফেনী জেলা বন্ধু ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ২০১৬-২০১৭ সালের নবনির্বাচিত এ কার্য্যকরী কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মোহাম্মাদ শাহজাহান ও সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তালেব ভুঞাকে মনোনিত করা হয়েছে।কমিটির অপরাপর সসদ্যারা হলেন সিনিয়র সহ-সভাপতি— সৈয়দ রবিউল হক শিমুল, সহ-সভাপতি— আলহাজ্ব আমির হোসেন, সহ-সভাপতি — রিয়াজ মোঃ মতিউর রহমান,সহ-সভাপতি — আবদুর রহিম ভূঁঞা, সিনিয়র যুগ্ম-সম্পাদক– আবু আহমেদ মিঞা, যুগ্ম-সম্পাদক –মোঃ সরোয়ার আলম ভূঁইয়া শিমুল,যুগ্ম-সম্পাদক– এম এম ইউ হেলাল, সাংগঠনিক সম্পাদক– সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক — হাফেজ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক — হোসেন আহমেদ,নির্বাহী সদস্য– মোঃ শাহ আলম, শ্রমিক নেতা জসিম উদ্দিন,খুরশীদ আলম।

উপদেষ্টা পরিষধ:-
আলহাজ্ব আবদুল মান্নান মজুমদার,জনাব, আলহাজ্ব মোঃ সামছুল হক, জনাব, জাকির হোসেন চৌধুরী রতন,জনাব, নুরুল আবছার ভূঁইয়া, জনাব, নুরুল আবছার তৌহিদ।

