
সোনাগাজীর আলো প্রতিবেদকঃ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সাংস্কৃতিক কর্মীরা অগ্রনী ভূমিকা রাখতে পারে। দেশের যে কোন ক্রান্তিকালে অতীতেও সাংস্কৃতিক কর্মীরা অবদান রেখেছে। অতীতের মতো এবারও তারা সাম্প্রতিক পরিস্থিতিতে ভূমিকা রাখবে। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক অামিন উল অাহসান এসব কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবময় দেওয়ান, জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়কারী এডভোকেট রাশেদ মাযহার, কবি মনজুর তাজিম, সুবচন নাট্য দলের প্রধান সমন্বয়কারি নাসির উদ্দিন সাইমুম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শিখা সেন গুপ্তা, ফেনী নাট্য দলের সভাপতি ইসহাক চৌধুরী, কিশোর থিয়েটারের প্রধান নির্বাহী বাপ্পি পোদ্দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।
সম্পাদনা / সৈয়দ মনির।
