
প্রেস বিজ্ঞপ্তিঃ নতুন আঙ্গিকে ২২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে অনলাইনে আসতেছে জিএস নিউজ ২৪ ডটকম, ইতিমধ্যে নিউজ পোর্টালটি সব প্রস্তুতি সম্পন্ন করতেছে৷ অনলাইন নিউজ পোর্টালটি বেশ কয়েকজন পুরনো সংবাদকর্মী এরই মধ্যে যোগ দিয়েছেন৷ এছাড়া আরো কিছু নতুন সংবাদকর্মী নিয়োগ দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন৷
অনলাইন নিউজ পোর্টাল জিএস নিউজ ২৪ এর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন মেহেরাব হোসেন মেহেদী৷ ঢাকা ও ফেনীতে পত্রিকাটির নতুন অফিস করা হয়েছে৷ সম্পাদক বলেন, ‘জিএস নিউজে নিয়োগ প্রক্রিয়া অনেকটা শেষের পথে৷ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হচ্ছে৷ জিএস নিউজের ওয়েবসাইটের ডিজাইন করা হচ্চে। আগামী ২২ই সেপ্টেম্বর থেকে সাইটটিতে নিউজ আপলোড করা হবে।
জিএস নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন, নতুন রূপে আসছি আমরা, নতুন আঙ্গিকে নতুন উদ্যর্মে নতুন আকর্ষণীয় ডিজাইন এবং নতুন নতুন সংবাদ নিয়ে আসতেছে জিএস নিউজ ডটকম৷
নতুন আঙ্গিকে বাংলাদেশের সকল জেলা থেকে নিজস্ব সংবাদিকদের সংবাদসহ ২৪ ঘন্টা নিউজ প্রকাশিত হবে৷
প্রবাসী বাংলাদেশীরা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা-দুর্ঘটনা, সমস্যা জানতে অনেক সময় লেগে যেত৷ দেশ-বিদেশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা তত্ক্ষণাত্ জানাতে জিএস নিউজ ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টাল হিসাবে গুরুপ্তপূর্ণ ভুমিকা রাখবে৷
