ফেনী প্রতিনিধি:
জেলার সোনাগাজীতে পূর্ব শত্রুতার জের ধরে একবন্ধু অপর বন্ধুকে জিম্মি করে ফাঁসানোর অভিযোগে তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আফ্রিকা প্রবাসী করিমুল হক চট্টগ্রাম থেকে আসা তার ভাতিজি শারমিন আক্তার কে ফেনীর মহিপাল থেকে বাডিতে নিয়ে আসতে ছেলে জাহিদুল হক টুটুল ও তার দুই বন্ধু কে সাথে নিয়ে মহিপালে পাঠায়। সেখান থেকে তারা শারমিন কে নিয়ে সিএনজি যোগে বাড়িতে রওনা হয়।
সিএনজি অটোরিক্সাটি মতিগঞ্জ বাস ষ্ট্যান্ডে আসলে টুটুলের বন্ধু রাকিব দ্রুত বাডি পৌছানোর কথা বলে সিএনজি অটোরিক্সাটিকে দ্র্রুত কাশ্মির বাজার নিয়ে যায়। পরে সিএনজিটি মতিগঞ্জ ইউপির বিজয় নগর মসজিদের সামনে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে রাকিবের বেশ কয়েকজন বন্ধু তাদের গতিরোধ করে নুর আলম বাবুর বাডিতে নিয়ে প্রবাসীর ছেলে ও ভাতিজিকে আটক করে রাখে।
দীর্ঘ সময় আটক রেখে টুটুল কে পিটিয়ে তার বন্ধুরা উভয় থেকে মোবাইল, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে ছেড়ে দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন তা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়।
এ ঘটনায় প্রবাসী করিমুল হক বাদি হয়ে তার ছেলের বন্ধু রাকিব (১৮), জাহিদুল ইসলাম টুটুল (১৮), মিনহাজ (২২), নুর আলম বাবু (২০), আরাফাত (২০) কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে বিষয়টি সমাধান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রবাসীর ছেলে জাহিদুল হক টুটুল বুহস্পতিবার সকালে তার বন্ধু জাহিদুল ইসলাম টুটুল কে মোবাইল ফোনে ডেকে পালগিরি গ্রামের একটি বাড়িতে নিয়ে পিটিয়ে আটক করে রাখে। এসময় তারা টুটুলের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ৬’শ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে টুটুলের মা মেমা আক্তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় এসে জাহিদুল হক টুটুল (১৮), শিমুল (১৮), রিয়াদ (১৯) সহ অজ্ঞাতনামা পাঁচজন কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় পুলিশ উভয় মামলা এজাহার নামীয় আসামি তিন বন্ধু জাহিদুল ইসলাম টুটুল (১৮), নুর আলম বাবু (২০), জাহিদুল হক টুটুল (১৮) কে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন তিন জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
