
আগস্ট ২৪, ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-ফেনী পৌর শহরে জয়নাল হাজারী আসছে বলে পিলারে পিলারে হাতে লেখা লিফলেট লাগিয়েছে কে বা কারা।
বুধবার সকালে ফেনী শহরের বিভিন্ন ল্যাম্প পোস্টে হাতে লিখা লিফলেট দেখে তা টক অব দ্য টাউন হয়ে যায়।আর এ লিফলেট সাটানো নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ জুড়ে ফেনীর রাজনীতিতে নানা পরিবর্তনের গুজব বাতাসে উড়সে। টি স্টল থেকে শুরু করে সর্বত্র আলোচনার বিষয় নিজাম হাজারীর মামলা প্রসঙ্গ। মামলার রায়ে নিজাম হাজারীর সাজা হলে কারা নেতৃত্বে আসছেন সর্বত্র এই জল্পনা কল্পনা। মামলার রায় কয়েক তারিখ অতিক্রম করে এখন ধায্য হয়েছে আগামী ৩০ আগস্ট। এদিকে গত মঙ্গলবার সন্ত্রাস, জঙ্গিবাদের প্রতিবাদে ফেনী জেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে হয়েছে।সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধ সমাবেশ হলে বক্তারা সবাই নিজাম হাজারীর পক্ষ নিয়ে অভিযোগ করেন ‘ঢাকায় বসে ইকবাল সোবহান ও জয়নাল হাজারী ষড়যন্ত্র করছেন।প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ফেনীর আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর কঠোর সমালোচনা করেছেন সমাবেশের বক্তরা।তারা বলেন, ষড়যন্ত্র, অপরাজনীতি ফেনীবাসী কখনো মেনে নেবেনা। ঢাকায় বসে জয়নাল হাজারী ও ইকবাল সোবহান চৌধুরী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। অনেকে দীর্ঘদিন বাড়ি আসেন না, অনেকে চোরের মত আসেন, অনেকে উপদেষ্টা হয়ে বাড়ি আসেন। কেউ আপনাদের সাথে দেখা করেননা। এই থেকে আপনারা বুঝতে পারেন আপনাদের কি অবস্থা। আপনারা শিক্ষা নিতে পারেন। আপনারা যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হবে। সেটি ফেনীর মাটিতে কখনো বাস্তবায়িত হবে না। মেম্বার, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান সবাই নিজাম হাজারীর অনুগত। তাদের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ফেনীর প্রতিটি সীমান্তে অবরোধ করলে বাড়ি-ঘরে আসার সুযোগও পাবেন না বলে হুঁশিয়ারী কয়েকজন বক্তা।
এদিকে সমাবেশে এই সব বক্তব্যের পরে গভীর রাতে কে বা কারা জয়নাল হাজারী আসছে বলে পিলারে পিলারে হাতে লেখা লিফলেট লাগিয়েছে। লিফলেটে লেখা হয়-আল্লার রহমতে জয়নাল হাজারী ফেনীতে আসতেছে। আপনারা দোয়া করিবেন শেখ মুজিবের হুকমে জয়নাল হাজারী মুক্তি বাহিনীকে নিয়ে স্বাধীন করিয়াছে। আমরা জনগণ জয়নাল হাজারীকে চাই। জয়নাল হাজারীর সাথে আমরা জনগণ আছি এবং জয়নাল হাজারীকে
