Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

হজ ক্যাম্পে বিছানা-বালিশ দিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা  

 

86a3c8bb749d6f384d930892858c53fb-57a34fdbb433e

০৮:২৬ , আগস্ট ০৪ , ২০১৬

সোনাগাজীর আলো ডটকম ডেস্ক:-হজ ক্যাম্পে অবস্থানরত পবিত্র হজে গমনিচ্ছুদের বিশ্রামের সুবিধার্থে ব্যক্তিগত তহবিল বিছানাপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বৃহস্পতিবার হজ যাত্রীদের জন্য তারা ৫০ সেট বালিশ, চাদর, তোষক ও বালিশের কাভার প্রদান করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ এসব জিনিসপত্র আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের নিকট পৌঁছে দেন।এর আগে, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে এ বছরের হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ একহাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব যাচ্ছেন।প্রসঙ্গত, হজযাত্রীদের বিমানযাত্রায় সুবিধার জন্য সরকার বেশ কয়েকবছর আগে থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হজ ক্যাম্প স্থাপন করেছে। বেশিরভাগে হজযাত্রীই তাদের ফ্লাইটের ২/১দিন আগে হজ ক্যাম্পে গিয়ে অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *