
০৭ আগষ্ট,১০১৬,১৬:১৭:৩২
সোনাগাজীর আলো ডটকম ডেস্ক: ফ্রিজ থেকে পানি বের করতে গেছেন ক্যারেলিনা। তখন তিনি শোনেন ফোঁস। নিচে তাকিয়ে দেখেন, ফ্রিজের তলা থেকে উঁকি মারছে বিষধর সাপ।ছুটে গিয়ে ফোন করলেন স্থানীয় এক সাপুড়েকে।ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কসমোপলিটন শহর এডেলেইডে।খবর পেয়ে ছুটে আসেন সর্পরাজ রোলি বুরেল। কিন্তু ফ্রিজ সরিয়ে তিনি তো অবাক! ফ্রিজের নিচে মহা সুখে সংসার পেতেছে ওই বাদামি নাগিনী। দশটি ডিমও পেরেছে। আর কিছু দিন গেলেই সেগুলো ফুটে বাচ্চা বের হত। তার ঘর জুড়ে কিলবিল করত ভয়বহ সব সরীসৃপ। সাপুড়ে রোলি বুরেল বলেন, ‘ক্যারেলিনার ভাগ্য ভালো যে, তিনি সময়মত সাপটি দেখতে পেয়েছিলেন। নইলে তার গোটা বাড়ি সাপের ছানাপোনাতে ভরে যেত।’বুরেল একজন পেশাদার সাপুরে। তিনি কোনো খেলা দেখান না, কেবল সাপ ধরেন। গত ৪০ বছর ধরে তিনি এই কাজই করে আসছেন। অতগুলো ডিম পাড়ার কারণে পোয়াতি সাপিনীটি দুর্বল হয়ে পড়েছিল। তাকে কিছু ইঁদুর আর পানি খাইয়ে সবল করে তোলার চেষ্টা করছেন বুরেল। সুস্থ হওয়ার পর তাকে কাছের কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবেন তিনি।ক্যারেলিনার বাসা থেকে উদ্ধার করা সাপটি ছিল অস্ট্রেলিয়ার ভয়াবহ ‘ইস্টার্ন ব্রাউন’ জাতের সাপ। এটি বিশ্বের মারাত্মক বিষধর সাপগুলোর একটি। সুত্রঃ ওয়েবসাইট
