
সৈয়দ মনির আহমদ>
সোনাগাজী উপজেলার দাসেরহাট অার অার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন চর দরবেশ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
সোমবার দুপুর ১২ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে ৫ অভিভাবক প্রতিনিধি ও ৩ শিক্ষক প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল কে পরাজিত করে তিনি নির্বাচিত হন।
এর অাগে শনিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন, ব্যাবসায়ী অাবদুল কুদ্দুছ, ইউপি সদস্য অাবুল কাশেম, সমাজসেবক যুবরাজ দাস ও সংরক্ষিত মহিলা পদে মঞ্জু রানী দাস সদস্য নির্বাচিত হন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হন, নুর নবী, শিউলী রানী ও কেশব দাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়ীত্ব পালন করেন।
