Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নিজাম হাজারীর রায় নিয়ে ধৈর্য্যর সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহবান-আলাউদ্দিন নাসিম

 

Processed with MOLDIV
Processed with MOLDIV

বিশেষ প্রতিনিধি:-ফেনী-২ সাংসদ নিজাম উদ্দিন হাজারীর রায়কে ঘিরে মঙ্গলবার সকালে আ’লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম তার ব্যক্তিগত ফেসবুক আইড়ির মাধ্যমে জেলা আ’লীগের নেতাকর্মিদের উদ্দেশে বলেছেন, যে কোন পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবিলা করার জন্য।

যে গোষ্টি নিজামের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেন্জ করে রীট করিয়েছে সেই গোষ্টিই রায়কে কেন্দ্র করে ফেনীকে আবার অসান্ত করার জন্য নানাবিধ চেষ্টা চালাচ্ছে এবং গুজব ছরাচ্ছে। যে কোন পরিস্হিতি অতিতের মত ধৈর্য সহকারে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য ফেনী জিলার আওয়ামী লীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। তবে সফল রাষ্ট্রনায়ক, দেশনেত্রী শেখ হাসিনার কাছাকাছি তাঁর অনুগ্রহে থেকে , রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে যারা তাঁরই দলের বিরুদ্ধে ষরযন্ত্রমুলক কর্মকান্ডে জরিত তাদের মুখোষ উম্মোচন সহ তাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করছি। কারন বহু কষ্টের বিনিময়ে তৈরী করা দলের এই অবস্হান কাউকে নষ্ট করতে দেবনা ইনশাল্লাহ।

( আ’লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম তার দেওয়া ষ্ট্যাটাসটি হুবহু নিছে তুলে ধরা হলো )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *