Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নৌকাডুবি: মুচাপুরে আরও ২ লাশ উদ্বার

Noakhali-boat-02

১৯ আগষ্ট ২০১৬
বিশেষ প্রতিনিধি:-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুচাপুর ক্লোজার ড্যাম সংলগ্ন ছোট ফেনী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ থাকা আরও দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজনের লাশ পাওয়া গেল।
শুক্রবার সকালে ফেনী নদী থেকে রাবিতা (১২) ও ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি।
বুধবার বিকালে উপজেলার মুছাপুর পর্যটন এলাকার ছোট ফেনী নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সেদিন কামরুন নেছা ফেন্সী (২৮) নামে একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ওসি বলেন, শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মুছাপুর পর্যটন এলাকা থেকে চার কিলোমিটার দক্ষিণে ছোট ফেনী নদী থেকে রাবিতা ও ফাতেমার ভাসমান লাশ উদ্ধার করে।
রাবিতা সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আনোয়ারের মেয়ে। ফাতেমা চরফকিরা গ্রামের আবুল কালামের মেয়ে।
লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রাব্বি।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি রাব্বি বলেন, এখনও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানালেও কেউ তার নাম-পরিচয় বলতে পারেনি। নিখোঁজের বিষয়ে থানায় কোনো জিডিও হয়নি।
নৌকাডুবির কারণ সম্পর্কে ঘটনার দিন বুধবার বিকালে ওসি বলেছিলেন, ৩০ জন ধারণক্ষমতার নৌকাটি প্রায় ৫০ জনকে বহন করতে গিয়ে ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *