
তনু সরকার, ফুলগাজী :
২০১৬ইং সালে আলিম পরীক্ষায় ফেনী জেলায় সেরা ফলাফল অর্জন করে মুন্সীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এটি ফুলগাজী উপজেলার প্রাচীনতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের জন্য ২৪ আগস্ট বুধবার মাদ্রাসা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। এসময় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক, দরবার ইউপি চেয়ারম্যন আবুল আলম আজমির, ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি আবুল খায়ের, অত্র স্কুলের শিক্ষকবৃন্দ।
