
ফুলগাজী সংবাদদাতা>>>>>ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমের পৃষ্ঠপোষকতায় বেগম সাবিহা খাতুন ফাউন্ডেশন বিতর্ক প্রতিযোগীতা মঙ্গলবার বিকালে শুরু হয়েছে।ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ জাবেদ আলী।বিতর্ক প্রতিযোগীতা পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিন্জার চাকমা,ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মঈন উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক,ফেনী জেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন,ফুলগাজী – পরশুরাম মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবদীন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগীতায় মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজকে হারিয়েছে আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগীতায় উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
