Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে ভুয়া ডিবি পুলিশ জসিম আটক

received_590526974466873

কবির অাহম্মদ নাছিরঃ

ফুলগাজীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে জসিম উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেন পুলিশ ।  এ ব্যপারে ফুলগাজী  থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, জসিম উদ্দিন নিজেকে  দীর্ঘদিন যাবৎ মন্ত্রনালয়ের পুলিশের ডিএসবি আবার কখনোও নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে আসছিলেন। এই সুবাদে তিনি ফুলগাজী এলাকায় বিভিন্ন দোকান হইতে  মালামাল ক্রয় করে পরে টাকা দিবে বলে বিভিন্ন জনের সাথে  প্রতারানা করেন বলেও জানা যায়। ৩১ জুলাই  রোববার রাত ৮ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার পুলিশ তাকে বিজয় পুর রাস্তার মাথা নামক স্থান থেকে আটক করেন।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একজনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিন কুমিল্লা জেলার  লাঙল কোটের ভোলাকেট গ্রামের মূত আবদুল মন্নানের ছেলে।

সে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিজয় পুর গ্রামে সফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন বলে জানা যায়।

 

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *