
শাখাওয়াত হোসেন :ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ের নোয়াপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট আব্দুল গনির (৬৩) চুরিকাঘাতে বড় ভাই অহিদ উল্যাহ (৬৫)নিহত হয়েছে।সোমবার দুপুর ১২টার সময় নোয়াপুর কাজীবাড়িতে এই ঘটনা ঘ।টে। স্থানীয় এলাকাবাসী জানান,সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার নোয়াপুর গ্রামের কাজী বাড়ীতে সম্পত্তি বিরোধের জের ধরে ছোট ভাই আব্দুল গনি কয়েকজন সন্ত্রাসী নিয়ে বড় ভাই অহিদ উল্যাহর উপর হামলা চালায়।এসময় ছোট ভাইয়ের চুরিকাঘাতে বড় ভাই অহিদ উল্যাহ গুরুতর আহত হয়।তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ টা ৪০ মিনিটে তিনি মারা যান।ঘটনার পর ঘাতক গনি পালিয়ে যান।দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা -জমি নিয়ে বিরোধ ছলে আসছিল বলে জানা গেছে।
