
কবির আহম্মদ নাছিরঃ নিজের ঘরে জঙ্গি আছে কি না দেখুন, প্রতিবেশীর অচরন লক্ষ করুন, ভাড়াটিয়াদের সম্পর্কে জেনে শুনে বাসা ভাড়া দিবেন ,জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সচেতন থেকে পুলিশকে সহযোগীতা করুন ফুলগাজীতে ওপেন হাউজ ডে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সামসুল আলম সরকার এসব কথা বলেন।
বুধবার দুপুরে ফুলগাজী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়, অফিসার ইনচার্জ মঈন উদ্দিনের সভাপতিত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম ,মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা খাতুন আজিজ, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল, উপজেলা যুবলীগের সভাপতি মিন্টু, ব্যবসায়ী সমিতির সাঃ সম্পাদক জাকির হোসেন ,ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সাপ্তাহিক ফেনী সমাচার’র সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, দৈনিক অজেয় বাংলা প্রতিনিধি সাহাব উদ্দিন প্রমুখ।
