
কবির আহম্মদ নাছিরঃ
ফুলগাজীর মনতলা প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকাল ৩টায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা,সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন,
মুন্সীরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিন,এল জি এস পি’র ফেনী জেলা ফ্যাসিলেটর পিন্টু চন্দ্র দাস,স্থানীয় ইউপি সদস্য আবদুর রউপ,গোসাইপুর ওয়ার্ড ইউপি সদস্য মো আইয়ুব,শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মো মিজান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো শামীম প্রমুখ। 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন ৮৩ জন শিক্ষার্থী কে স্কুল ব্যাগ ও ২৭ জন শিক্ষার্থী কে স্কুল ড্রেস বিতরণ করেন।
এছাড়া ও ৮ টি সিলিং ফ্যান বিদ্যালয়ের জন্য দেওয়া হয়।
