Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে আ’লীগ নেতাকে কুপিয়ে মোটর সাইকেল ছিনতাই

 CON-00003320

sonagaziralo.com :ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধিতে মঙ্গলবার রাতে আ’লীগ নেতা নুরুল আমিন বাটলারকে কুপিয়ে মোটর সাইকেল ও টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।পরে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, রাত ৯ টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বাটলার। পথিমধ্যে যাত্রাসিদ্ধির বলি বাড়ির দরজা নামক স্থানে পৌছলে দূর্বৃত্তরা গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটর সাইকেল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার চিৎকারে আশংকাজনক অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা: অসীম কুমার সাহা জানিয়েছেন, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *