
সৈয়দ মনির আহমদ>>> র্যাব-৭ ফেনী ক্যাম্প এর সদস্যরা পেন্সিডিল ও গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব জানায়, বৃহষ্পতিবার সকাল ৭টার সময় জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকার বিএসআরএম স্টীল মিলের পাশ থেকে ১হাজার বোতল ফেন্সিডিল, ৩৭০০গ্রাম গাঁজা সহ তাদের কে আটক করা হয়।
ধৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাইজখা গ্রামের মৃত মোঃ নান্নু ভূঁইয়ার ছেলে মোঃ দেলোয়ার (২৯), চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নগরপাড়া প্রহর বাংলা সাহার বাড়ির মৃত আব্দুল মোমেনের ছেলে নজরুল ইসলাম মানিক (২৭) ও ্ লোহাগড়া থানার মছদিয়া মাইজপাড়া গ্রামের মৃত বিনয় বড়ুয়ার ছেলে নান্টু বড়ুয়া (৩৭)।
