
৩০ আগষ্ট ২০১৬
ফেনী প্রতিনিধি: ফেনীতে একটি টার্চ ফোনের লোভে ভাগিনা মনসুর আলম (১৩) জবাই করে খুন করেছে আপন মামা নরুল আলম। সোমবার রাতে সদর উপজেলার ফাজিলপুরে কলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ ওই ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য গোলাম মাওলা জানায়, ফাজিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলাতলী গ্রামের মফিজের রহমানের ছেলে নুরুল আলম একটি টার্চ মোবাইলের জের ধরে সোমবার সন্ধ্যায় কিশোর ভাগিনা মনসুর আলমের সাথে মামা নুর আলমের ঝগড়া চলে আসছিল।
রাতে কোনো এক সময় টার্চ মোবাইলের লোভে ভাগিনা মনসুর আলম (১৩) কে জবাই করে খুন করে তার মামা। পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লেখ্য,নিহত মনছুর আলমের মা একজন স্বামী পরিতেক্তা নারী। ঘাতক তার স্কীকারোক্তীতে জানায়,ভাগ্নে মনছুরকে সে প্রথমে চোখে মরিচের গুড়া দেয় এতে কাবু করতে না পেরে কাদা মাটিতে চেপে ধরে ছুরি দিয়ে গলাকেটে খুন করে। মাদকাসক্ত মামা নুর আলম ইতোমধ্যে কয়েকবার তার বাবা মফিজকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘাতক নুরুল আলমকে গ্রেপ্তার করেছে।
