Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীর ছেলে অপু নাসার প্রধান কার্যালয়ে

FB_IMG_1470046951625

০১ আগষ্ট,১৬:২৬:২৩

সোনাগাজীর আলো ডটকম:-মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা( নাসা)  প্রধান কার্যালয় ওয়াশিংটন এ নাসা ও স্পেস এপ্স  বাংলাদেশ এর সাথে এক বৈঠক শ‌নিবার  অনুষ্ঠিত হয় । উক্ত বৈঠ‌কে উপস্থিত ছিলেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সি টি ও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম মানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিষ্ট নিল নিউমেন, এবং স্পেস এপ্স বাংলাদেশ এর পক্ষে উপস্থিত  ছিলেন কনভেনর  আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও DIU সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রধান তৌহিদ ভুইঞা।

FB_IMG_1470046951625

অা‌রিফুল হাসান অপু ফেনীর সময়‌কে জানান, Space Apps Project Accelaretor, NASA Innovation Centre সহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার  সাথে আমাদের দেশের   ছাত্র/ ছাত্রী ও আমাদের প্রফেশনাল রা কাজ করতে পারে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনায় হয়।

এছাড়া ও আগামি আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া প্রজেক্ট এক্সসিলারেটর প্রোগ্রাম এর কারিগরি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  ইস্তফান  বাংলাদেশ এর বিভিন্ন  ইনভেনশনস এর প্রশংসা করেন এবং সেই বাংলাদেশ এর সব সবাইকে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, অা‌রিফুল হাসান অপুর বা‌ড়ি ফেনী সদর উপ‌জেলার ছনুয়ায় । সুত্র- ফেনীর সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *