
আবুল হোসেন রিপন:- ফেনী অনলাইন প্রেস ইউনিটির নির্বাচন শুক্রবার সন্ধ্যায় ট্রাংক রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাগলনাইয়া ডট কম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন-সভাপতি, আজকের সময় সম্পাদক এম.শরীফ ভূঞা-সহ সভাপতি, ফেনী রিপোর্ট সম্পাদক এস এম ইউসুফ আলী- সম্পাদক, জি এস নিউজ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।২০১৬-১৭ সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সাধারণ সম্পাদক- ছিদ্দিক আল মানুন(সম্পাদক:আলোকিত সময়), কোষাধ্যক্ষ- আবুল হোসেন রিপন(সম্পাদক:সোনাগাজীর আলো ডটকম), দপ্তর সম্পাদক- ওমর ফারুক(সম্পাদক:কালের সময়), নির্বাহী সদস্য- মোহাম্মদ তমিজ উদ্দিন(প্রধান সম্পাদক:ফেনী ভিশন), চৌধুরী এ এম মোর্শেদ শিবলী(সম্পাদক:আলোকিত বাংলা), মোর্শেদ হোসেন (সম্পাদক:গ্রামীণ টাইমস্), নান্টু লাল দাস (সম্পাদক:এন এ নিউজ ২৪),সৈয়দ মনির আহাং(সেবা নিউজ ডটকম)।
