সৈয়দ মনির অাহমদ>>
ফেনীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মহিপাল সার গুদাম রক্ষক ও সহকারী পরিচালকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাইয়ের বিরুদ্ধে এক হাজার চার শত মেট্রিক টন সার আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ সারের মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি চার লাখ টাকা।
বিএডিসি (সার) নোয়াখালীর যুগ্ম পরিচালক ড. মো. ইসবাত বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলাটি নোয়াখালীর দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।
মন্ত্রনালয়ের অনুমোদনের পর গত ৩ আগষ্ট বিএডিসি মহিপাল সার গুদাম রক্ষক ও উপ সহকারী পরিচালক আবদুল হাইকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিএডিসির সার আত্মসাতে অভিযোগে থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
