
সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যাকান্ডের দুই বছর শনিবার পূর্ণ হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের তাকিয়া বাড়ি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সদর উপজেলা সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, জেলা জাসাস সদস্য সচিব হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বোরহান উদ্দিন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ শহীদ, ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা আহবায়ক ওসমান গনি, সিনিয়র যুগ্ম-আহবায়ক জোবায়ের হোসেন, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।
প্রসঙ্গত; ২০১৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় সুন্দরপুর বাজার থেকে সিএনজি ট্যাক্সি যোগে কুঠিরহাট যাওয়ার পথে কালিবাড়ী সংলগ্ন স্থানে কয়েকজন যুবক মোস্তফা মনিরকে উপুর্যুপুরি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে মৃত ভেবে ফেলে যায়। রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় মনিরের মা নুর জাহান বেগম বাদী হয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
সম্পাদনা/ সৈয়দ মনির।
