
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬,২২:৩৯:১৪
সোনাগাজীর আলো ডটকম ডেস্ক:-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে তার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাসভবনে ঢিল নিক্ষেপ করে।এ সময় মেয়র কাদের মির্জার গৃহপরিচারিকা লিমা ঘরের পেছনে গিয়ে দেখে, কালো পোশাক পরিহিত মুখোশধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে।ওই সন্ত্রাসী মেয়র কাদের মির্জার নাম ধরে বলে, ‘তাকে রাতে আমি হত্যা করব।’গৃহপরিচারিককে উদ্দেশ করে সে আরও বলে, ‘রাতে দরজা খোলা রাখবি, না রাখলে তোকেও হত্যা করা হবে।’একপর্যায়ে লিমার চিৎকারে বাড়ির লোকজন বের হলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়।এ খবর ছড়িয়ে পড়লে মেয়র কাদের মির্জার আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা তার বাসায় ছুঁটে যান।মেয়র কাদের মির্জার কাছে মোবাইলফোনে বিষয়টি জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন।

ঘটনার সত্যাতা স্বীকার করে তিনি বলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন তার বাড়িতে অবস্থান করছেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র। তিনি এ নিয়ে তৃতীয়বার বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র কাদের মির্জা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদেও রয়েছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থা লোকজন মেয়র কাদের মির্জার বাড়ির আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।সুত্র-যুগান্তর

