
০৭ আগষ্ট ২০১৬,২৩:৫৪:৪২
ফেনী প্রতিনিধি :বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত করায় রবিবার বিকালে ফেনী শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রদল একাংশের নেতাকর্মীরা। শহরের মিজান রোডের সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। ছাত্রদলের ওই অংশের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের নেতৃত্বে মিছিলের অগ্রভাগে আরো ছিল কাজিরবাগ ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলার সাবেক সভাপতি নুর হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আবুল খায়ের লিংকন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খুরশিদ আলম হারুন, জেলা ছাত্রদলের একাংশের সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম মিলন, সদর উপজেলা সভাপতি জিয়াউদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোল, পৌর সিনিয়র যুগ্ম-আহবায়ক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত প্রমুখ।
