

২১ আগষ্ট ২০১৬
আবুল হোসেন রিপন:-আগামীকাল ভয়াল ২১ আগষ্ট।২০০৪ সালের এ দিনে বঙ্গবন্দু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিলো তৎকালিন বিএনপি জামাত জোট সরকারের আর্শিবাদপুষ্ট সন্ত্রাসীরা।হামলায় মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমান সহ ২২ জন নিহত ও ২০০ জন গুরতর আহত হয়েছিলো।আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চির্ন করার উদ্দেশ্যে চালানো এ হামলার মুল লক্ষ্য ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেই হামলায় সেখ হাসিনা সহ সব কেন্দ্রীয় নেতা আহত হয়েছিলো।নেতারা মানব বর্ম তৈরী করে শেখ হাসিনার প্রান রক্ষা করেছে।


এ বর্বরোচিত হামলায় দেশ বিদেশের মানুষ যখন স্তম্বিত ঠিক তখনই তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ দাড়িয়ে ব্যাঙ্গ করে বলেছে তাকে( শেখ হাসিনা) কে আবার হত্যার চেষ্টা করবে।বিএনপি জামাতের সাংসদেরা সংসদে দাড়িয়ে উচ্চস্বরে বলেছে শেখ হাসিনা নাকি ব্যানেটি ব্যাগে ভরে গ্রেনেড নিয়ে বিস্ফোরন ঘটিয়েছে।শুধু কি তাই জজ মিয়া নাটক সাজিয়ে বর্ববোরচিত হামলার মামলাটি শেষ করে দেয়।২০০৭ সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসলে মামলার গতিপথ পরিবর্তন হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার জৈষ্ঠ ছেলে তারেকু্র রহমান,উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু,প্রতিমন্ত্রী লুৎফজ্জাম বাবর,জামাত সেক্রেটারী আলি আহসান মুজাহিদ,খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস ছৌধুরী, জঙ্গী নেতা মুফতি হান্নান আসামী হয়।আইনমন্ত্র আনিসুল হক জানিয়েছেন সেপ্টম্বর মাসে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনা হতে পারে।

