Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

মরহুম মাওলানা আহম্মদ করিম স্মরনে শোকার্ত ছাত্রের কবিতা

 

FB_IMG_1472167167612

দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস,বাংলাদেশর বিশিষ্ট আলেম মাওলানা আহম্মদ করিম সাহেব বৃহস্পতিবার নশ্বর পৃথীবির মায়া ছেড়ে পরপারে চলে গেছে।এ ইসলামী চিন্তাবিদের মৃত্যুতে এলাকাবাসীর সাথে মাদ্রাসাটির ছাত্ররাও এখনো শোকাছন্ন।হুজুরের মৃত্যু শোকে মাদ্রাসাটির এক ছাত্র মরহুম কে স্মরন করে একটি কবিতা লিখেছেন।পাঠকদের জন্য কবিতাটি দেওয়া হলো।

 

এই মনে কি যে হলো?

 

মনটা আজ এলো মেলো, এই মনের কি হলো।

মনটাকে বুজার মতো কেউ নায়।

মন আজ কাঁদে সদা বিরহের যাতনা,

তুমি আজ পাষে নেয় তায়।

পাখিরা কুকিল সুরে বারে বারে ডাকে তোরে,

ও আহমদ কারিম তুমি কোথায়?

তুমি নেয় কাছে বলে বুক বাশে আখিঁ জ্বলে,,

তিলে তিলে অন্তরটা হলো চাই।

ফুল আছে গাছ নাই,মধু পাবো কোথায়?

ভোমরার দেখে কিভাবে পায়?

তুমি তো সাড়া দিলে রফিকে আলার ডাকে

মনে পড়লে বুক পেটে যায়।

কুরআন তিলাওয়াতে তুমি সুন্নতে রাসুলের তাবেদারে তুমি,

নিলে যে আমাদের থেকে বিদায়।

শিখিয়ে দিয়ে গেলে দায়িত্যের গুরুত্ত কাকে বলে?

তোমার শ্রম হুসাইনিয়ার কানায় কানায়।

উসুলে শরিয়ত তোমার ছিলো মূল পথ,

তাই মন আজ ও তোমায় খুঁজে যায়।

পাবোনা তাও জানি তারপর ও খুজি আমি

মনটাকে কি করে বুজায়।

মন বলে কেঁদে হায় সবাইতো যেতে হবে ভাই,

আমি ও একদিন এভাবে নিবো বিদায়।

ডাকি তোমায় প্রভূ হায় দু হাত তুলিয়ায়,

জান্নাতে ফেরদাউস যেন মোরা পাই।

 

মোঃ মোশাররফ হোসন (নয়ন)

জামাতে : উলা।

দারুল উলুম আল হুসাইনিয়া ওলামা বাজার।

সোনাগাজী, ফেনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *