
১৮ আগষ্ট ২০১৬,১৩:১৩:৪২
আবুল হোসেন রিপন:- মিছিল করাকে কেন্দ্র করে সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ০২ জন আহত হয়েছে।বুধবার সকালে সংগঠিত সংঘর্ষের সময় কলেজ রোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটলে ছাত্র-ছাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষ্যদর্শিরা জানান,কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যা তার সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে কলেজ রোড় হয়ে পৌরসভার জিরো পয়েন্ট অবস্থিত আওয়ামীলীগ কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।এসময় কলেজ ছাত্রলীগের সম্পাদক(বহিস্কৃত) টুটুল পাটোয়ারীর অনুসারীরা তাকিয়া রোড় হয়ে যাওয়ার কথা বল্লে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে নেয়ামত উল্যাহ সমর্থক ছাত্রলীগ কর্মী রাজিব হোসেন রাজুকে টুটুল পাটোয়ারী সমর্থক জিহান ও তার সহযোগিরা মারধর করে।এর কিছুক্ষন পর আওয়ামীলীগ কার্যালয়ে সামনে রাজু ও তার সহযোগিরা জিহান কে পিটিয়ে গুরতর আহত করে।তাদের পিটুনিতে জিহানের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।দলীয় কার্যালয়ে উপস্থিত আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ঘটনার জন্য উভয় গ্রুপ পরস্পর কে দোষারোপ করে।
