
21 august 2016
আবুল হোসেন রিপন>>>>>>সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের দশপাইয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৭১) ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নাছির উদ্দিন ও ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল পৌর সদরের গুরত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে ।উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মুছা সহ সদস্যরা অংশগ্রহন করে।প্রসঙ্গত তুচ্ছ ঘটনার জেরে বুধবার সকালে মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও তার পরিবারের উপর হামলা করেতোদের গুরতর আহত করে ওই গ্রামের আজিজুল হক, রাজন ও রাজু নামের তিন সন্ত্রাসী। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান বাদী হয়ে অাজিজুল হককে প্রধান অাসামী করে মডেল থানায় মামলা রুজু করেন। কিন্তু মামলা দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে না পারায় মুক্তিযোদ্ধারা এ বিক্ষোভ মিছিল করে বলে জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
