Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

যুবদল ক্যাডারদের হাতে অপহরনের ২ ঘন্টা পর সাংসদের ভাতিজা উদ্ধার

rana
সোনাগাজী প্রতিনিধি: ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর ভাতিজাকে অপহরন করেছে যুবদল ক্যাডারেরা।শুক্রবার দুপুরে উপজেলার ডাক বাংলা স্ট্যান্ড থেকে সাংসদের ভাতিজা নুর নবী রানা (২৫) কে জোরপুর্রক অস্ত্রের মুখে অপহরন করা হয় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীলর।অপহরনের ২ ঘন্টা পর ফেনীর গোবিন্দ পুর থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী থানা পুলিশ। রানা সাংসদের ভাই হোসেন আহাম্মদের ছেলে।উদ্ধারের পর সেনাগাজী মডেল থানায় পুলিশের উপস্থিতিতে রানা জানান,ঘটনার সময় সে ফেনী থেকে মোটর সাউকেলে যোগে গ্রামের বাড়ী সোনাগাজীর সোনাপুরে ফিরছিল।ডাকবাংবাংলায় পৌঁচলে মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে যুবদলের তিন সহোদর ক্যাডার এমরান,ঝন্টু,রানা ও একই গ্রামের রুবেল এবং পৌরসভার যুবদল ক্যাডার মেজবাহ উদ্দিন পিয়াসের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে অস্ত্রের মুখে জোরপূর্বক সিএনজি যোগে ফেনীর বিএনপি অধ্যূষিত রামপুরে নিয়ে যায়।সেখানে তাকে রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরতর জখম করা হয় বলে জানান। এরপর তার কাছ থেকে ৩০০ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৫ লক্ষ টাকা দাবী করে।এদিকে রানাকে অপহরনের খবরে উদ্ধারের জন্য সোনাগাজী মডেল থানার এসআই রমজান আলীর নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করলে অপহরনকারী যুবদল ক্যাডারেরা তাকে রেখে পালিয়ে গেলে পুলিশ তাকে আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে ভর্তি করে।জানা যায় গত কিছু দিন পূর্বে অপহ্নত নুর নবি রানার ছোট ভাইয়ের সাথে বাদামতলীতে যুবদল ক্যাডার রুবেলরে মারপিট হয়।এরই জেরে রানা কে তারা অপহরন করে বলে জানা গেছে।মডেল থানা সুত্রে জানা জানা যায়,অপহরনের সাথে জড়িত সবার বিরুদ্ধে ২০১৪ সালে ৫ জানুয়ারী নির্বাচনের পূর্বে নাশকতা,পুলিশের উপর হামলা,অগ্নিসংযোগের অভিযোগে একাধীক মামলা রয়েছে।স্থানীয় ভাবে তারা সবাই যুবদলের ক্যাডার হিসেবে পরিচিত।রানা কে অপহরনের ঘটনায় তার মা নুরজাহান বেগম বাদী হয়ে উল্লেখিত যুবদল ক্যাডার সহ অজ্ঞাত ১২ জনকে আসামী করে বিকালে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির অপহরন ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *