Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

লালপুলের বাঁধা অপসারন করুন -সোনাগাজী পৌর মেয়র খোকন

received_1201424739888838

সৈয়দ মনির অাহমদ : সোনাগাজী থেকে নিয়মিত হাজারো মানুষ জরুরী প্রয়োজনে ফেনী আসতে হয়, তাদের কাছে লালপুল এক অাতংকের নাম। সহজলভ্য যোগাযোগ মাধ্যম  সিএনজি অটোরিক্সায় উঠার পর সকলে ভাবনায় থাকেন লালপুলে কি হবে।
সেতু ও সড়ক মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানচলাচলে নিষেধাজ্ঞার ফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে সোনাগাজীর যাত্রীদের।  সময়মত হাসপাতালেও নেওয়া যাচ্ছে না মুমূর্ষ রুগীদের। লালপুল থেকে ফেনী যেতে দীর্ঘ্য সময় দাড়িয়ে থাকতে হয় ইমা গাড়ীর আশায় নষ্ট।
এ অবস্থা থেকে উত্তরনের লক্ষে বুধবার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায়  সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন,  জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে বলেন, সোনাগাজী থেকে  আমাদের ফেনী আসার অন্যতম মাধ্যম হচ্ছে সি এন জি অটোরিক্সা, যেহেতু সিএনজি ফেনীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। যার ফলে ফেনীর উদ্দেশ্যে আসা- যাওয়া  সোনাগাজীর মানুষের চরম দুর্ভোগ, এ অবস্থা চলতে পারেনা।  আপনাদের কে সিদ্ধান্ত নিতে হবে এ ব্যাপারে, হয় নির্বিঘ্নে যানচলাচলে যথাপযুক্ত ব্যাবস্থা নিয়ে আমাদের স্বাচ্ছন্দে ফেনী আসা যাওয়ার সুযোগ করে দিন অন্যথায় আমাদের সোনাগাজী কে আলাদা জেলা ঘোষনা করুনন, যাতে আমাদের আর ফেনীতে আসতে না হয়।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মেয়রের বক্তব্য সমর্থন করে দ্রুত সমাধানের দাবী জানান। ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম বলেন, সোনাগাজীর মানুষের দাবি অত্যন্ত যৌক্তিক,  আমি আশা করব শীঘ্রই এ পথে যান চলাচলের ক্ষেত্রে জনগনের হয়রানি রোধে   সিদ্ধান্ত নেবে প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *