
০৯ আগষ্ট ২০১৬,১৫:২৫:৩২
ফেনী প্রতিনিধি:-ফেনীতে নব নির্বাচিত ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আমিন উল আহসান।চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন- সদরের ফাজিলপুর ইউনিয়নের মজিবুল হক রিপন, কাজিরবাগের অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, পাঁচগছিয়ার আনোয়ার হোসেন মানিক, মোটবীর হারুনুর রশিদ, কালিদহের দিদার হোসেন, শশদী ইউনিয়নের জানে আলম, সোনাগাজী সদর ইউপির সামসুল আরেফিন, চর মজিলিশপুর ইউপির এমএ হোসেন, বগাদানা ইছাক খোকন, মতিগঞ্জ ইউপির রবিউজ্জামান বাবু, চরচান্দিয়ার মোশাররফ হোসেন মিলন,আমিরাবাদে জহিরুল আলম, নবাবপুরের দেলোয়ার হোসেন দেলু, মঙ্গলকান্দির মোশাররফ হোসেন মিলন, এবং চর দরবেশ ইউপির নুরুল ইসলাম ভুট্টু।শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্ম্দ গোলাম মোস্তফা, সদর উপজেলা ইউএনও পিকে এনামুল করিম প্রমুখ।

