Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

শোকাবহ আগষ্ট : বাংলার আকাশে নেমেছে আধার, কাঁদো বাঙ্গালী কাঁদো।

IMG_20160801_010308

১ আগষ্ট,০১:০২:৫৪

আবুল হোসেন রিপন:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা, যার নেতৃত্বে আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৫’ই আগষ্ট বাংলার আকাশ বাতাস নিসর্গ প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। পঁচাত্তরের ১৫’ই আগষ্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। ১৫’ই আগষ্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে স্বপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল আকাশেরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত সঙ্গিনের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। অনির্বাণ সেই শোক এখনও বাংলায় নদীর স্রোতের মতো চির বহমান। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন।

FB_IMG_1469991749549

আগষ্ট এলেই শোকের দহনে পুড়ে বাঙালী জাতি। বঙ্গবন্ধুর স্বপ্নের ”সোনার বাংলা” আমরা গড়বোই, শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে এই হোক দ্বীপ্ত শপথ ।

IMG_20160801_010308

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *