Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সেই রিক্সা চালক কে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

FB_IMG_1471880019360

২২ আগষ্ট ২০১৬

সোনাগাজীর আলো ডটকম ডেস্ক:-।ফেনীর মহিপালে কুঁড়িয়ে পাওয়া ৪০ হাজার ৫শ টাকা পুলিশের কাছে হস্তান্তর করে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় মো: মানিক নামের সেই রিক্সা চালককে পুরস্কৃত করলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম ।

সোমবার বিকালে ফেনী মডেল থানা কম্পাউন্ডে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সৎ এই রিক্সা চালক মানিককে ফুলেল শুভেচ্ছা ও ৫ হাজার টাকার পাইজবন্ট দিয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান,ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বিকালে মহিপাল আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে কাপড় মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে সে কুঁড়িয়ে নেয়।

পরে ওই বস্তু খুলে ৪০ হাজার ৫শ টাকা দেখতে পায়।পরে টাকার মালিকের সন্ধান না পেয়ে বিকাল ৫টায় ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদের কাছে টাকা গুলো হস্তান্তর করে মানিক।

তার সততার এই উজ্জ্বল দৃষ্টান্ত থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের হতভাগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *