
সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর ছান্দিয়া ও মধ্যম চর ছান্দিয়া, বগাদানা ইউনিয়নের বগাদানা ও পশ্চিম পাইকপাড়া এবং অামিরাবাদ ইউনিয়নের সফরপুর, সোনাপুর ও অাহম্মদপুর গ্রামে অানুষ্ঠানিক ভাবে নতুন বিদ্যুত লাইনের উদ্বোধন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন।
জানা যায়, ১ কোটি ৭৬ লক্ষ ২৯ হাজার টাকা ব্যায়ে ২৭টি স্পটে প্রায় ১২ কি. মি. এলাকায় ৬৬৮ জন গ্রাহকের মাঝে নতুন এ সংযোগ দেয়া হয়।
শুক্রবার বিকাল ৫ টায় ওলামাবাজার সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সোনাগাজী পল্লী বিদ্যুতের উপ ব্যাবস্থাপক মহি উদ্দিন মোশায়েদ উল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত। এর অংশ হিসেবে সারাদেশে একযোগে বিদ্যুত লাইন স্থাপন কাজ চলছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ সোনাগাজী পৌরসভা ও অাগামী ৬ মাসের মধ্যে চর ছান্দিয়া ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ ভুলু মিয়া, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক শফিকুল ইসলাম, ফেনী পল্লী বিদ্যুতের ব্যাবস্থাপক মিজানুর রহমান, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
