
সৈয়দ মনির আহমদ : জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। সোনাগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ৯টায় ফুটবল খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন।
বাছাই ও প্রশিক্ষনে কোচের দায়িত্ব পালন করেন দীপক চন্দ্র নাথ ও আশরাফুল আনোয়ার শিমুল
।
প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধী চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন। আরো উপস্থিত ছিলেন ,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি মাইন উদ্দিন, পৌর ছাত্রলীগের সম্পাদক হেলাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ প্রমূখ।
