
24 august 2016
সোনাগাজী প্রতিনিধি:-সোনাগাজীর সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের জেলেদাস পাড়ায় মঙ্গলবার মধ্যরাতে সংখ্যালঘু গৃহবধুকে বসত ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করেছে স্থানীয় মাদক সম্রাট শুক্কুর ডাকাতের ছেলে আব্দুর রহিম সুমন (২৯)। গৃহবধুর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে, মাদক সম্রাট সুমন অস্ত্র ঠেকিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাযায়, মঙ্গলাবার রাতে সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের মাদক ব্যবসায়ী আবদুর রহিম সুমন চরখোন্দকার গ্রামের জেলেদাস পাড়ায় এক সন্তানের জননীর (১৭) ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের ঘরের লোকজন এগিয়ে আসলে সুমন তাদেরকে গুলি করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে জেলে পরিবার গুলো দলবদ্ধ ভাবে জেলে পল্লীর নারী পুরুষ ও পরিবার পরিজনের নিরাপত্তার দাবীতে সোনাগাজী থানায় হাজির হয়ে মামলা দায়ের করে।
সোনাগাজী থানার এসআই নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু লম্পট সুমনকে গ্রেফতার করতে পারেনি। এদিকে লোকলজ্জার ভয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি ধর্ষনের বিষয়টি আড়াল করছে বলে দাবী করেছেন। এসআই নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ মন্তেব্যর সাথে এক মত প্রকাশ করেছেন। তিনি বলেন সুমনের এ সকল অপকর্মের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারটি বার বার তার পিতার সহযোগিতা চেয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি।
