
23 august 2016
সোনাগাজী প্রতিনিধি:-ফেনীর সেনাাগাজী উপজেলায় এক রাতে ৮টি গরু চুরির খবর পাওয়া গেছে।চুরির এ ঘটনাটি সোমবার গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামে ঘটে।স্থানীয় এলাকাবাসী জানায়,লক্ষীগঞ্জ গ্রামের কালা মিয়া মেম্বার বাড়ীর মাইন উদ্দিনের ৮টি গরু চুরি করে নিয়ে যায় চিহ্নিত কয়েকজন গরু চোর।চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসি চেষ্টা করেও চুরি হওয়া গরু উদ্ধার করতে পারেনি।গরুর মালিক মাইন উদ্দিন বলেন,গরুগুলো কোরবানে বিক্রির জন্য রেখেছিলাম। কিন্তু তার পূর্বে চুরি হয়ে যাওয়ায় আমার ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।এ বিষয়ে মডেল থানায় মামলা দায়ের করবে বলে জানান।স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জানিয়েছেন চোর শনাক্ত করে গরু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
