
বিশেষ প্রতিনিধি:-সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে জহির আব্বাস স্বপন নামের এক ব্যাক্তিকে অপহরনের অভিযোগ করেছে তার স্বজনেরা।শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মতিগঞ্জ ব্রাক অফিসের সামনে থেকে অপহরন করা হয় বলে জানান তারা।তারা আরও জানান,পূর্ব শত্রুতার জের ধরে সাতবাড়িয়া আবদুল আজিজ কেরানি বাড়ির জহির আব্বাস স্বপন (৪৫) কে ওই এলাকার গোলাম রসুল ও তার বড় ভাই নূর নবি এবং তার দুই ছেলে সানি ও বনি অতর্কিত হামলা করে পিটিয়ে আহত করে।এক পর্যায়ে তারা তাকে জোরপুর্বক সিএনজি তে তুলে ফেনীর দিকে নিয়ে যায়।সন্ধ্যার সময় অপহ্নতের পরিবারের সদস্যদের সাথে সোনাগাজীর আলোর ডটকমের পক্ষ থেকেযোগাযোগ করা হলে তারা জানান এখনো স্বপনের কোন খোঁজ পাওয়া যায়নি।তবে এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন জনৈক ব্যাক্তি মোবাইলে বিষয়টি আমাকে অবহিত করে কিন্তু তারা কোন লিখিত অভিযোগ দেয়নি।
