Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ রহিম উল্যাহ

 

 

 

সৈয়দ মনির অাহমদ>>>>

received_1757374054529576

সোনাগাজীর নবাবপুর ও অামিরাবাদ ইউনিয়নের কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ।

জানা যায়,  শনিবার সকাল ১১ টায় নবাবপুর ইউনিয়নের সুলতান কলিরাম ছড়া খালের উপর নির্মিত সেতু উদ্বোধন করেন।  এ সময় নবাবপুরে নির্মানাধিন কয়েকটি সেতু ও সড়ক পরিদর্শন করেন।

অপরদিকে,  একই দিন দুপুর ১ টায় অামিরাবাদ ইউনিয়নে সাংসদের বাড়ীর সামনে সোনাগাজী ডাঙ্গী খালের উপর নির্মিত সেতু ফিতা কেটে উদ্বোধন করেন। received_1757370461196602

এসময় অন্যান্যের মধ্যে অারো উপস্থিত ছিলেন,  সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,   উপজেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক চেয়ারম্যান, নবাবপুর ইউপি সদস্য বাসু মিয়া,  অামিরাবাদ ইউপি সদস্য মোঃ দুলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *