Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে গরু চুরির ঘটনায় অাটক ৪ জন কারাগারে 

FB_IMG_1471965685365

সৈয়দ মনির অাহমদ>>
সোনাগাজী উপজেলার চর মজলিশপুরে এক রাতে ৮টি গরু চুরির ঘটনায় অাটক ৪ জন কারাগারে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর লক্ষীগঞ্জ গ্রামে গরু ব্যাবসায়ী মাইন উদ্দিনের ৮ টি গরু চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে ওই গ্রামের আবু ইউছুফের ছেলে ইসমাইল হোসেন (২৭),  শাহ অালমের ছেলে সোহেল (৩২),   কবির অাহম্মদের ছেলে মনসুর অাহম্মদ (২৫)  ও অাবদুল হকের ছেলে ইসমাইল (৩০) কে চোর সন্দেহে অাটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।  জিজ্ঞাসাবাদে তারা গরু  চুরির কথা  স্বীকার করে। বুধবার বিকালে মাইন উদ্দিনের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ফেনীর বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত , লক্ষীগঞ্জ গ্রামের কালা মিয়া মেম্বার বাড়ীর মাইন উদ্দিনের ৮টি গরু চুরি করে নিয়ে যায়  গরু চোর চক্র। গরু ব্যাবসায়ী  মাইন উদ্দিন বলেন ,গরুগুলো কোরবানে বিক্রির জন্য রেখেছিলাম। কিন্তু তার পূর্বে চুরি হয়ে যাওয়ায় আমার ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অাকটকৃত ৪ জন সহ ৭জনকে অাসামী করে থানায় অভিযোগ রুজু করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান,  ধৃত ৪ জন এজাহার নামীয়, তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী ৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *