
সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সোনাগাজী উপজেলার অায়োজনে ৪৫তম স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরন অনুষ্ঠানের অায়োজন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ক্রীড়া সমিতির সভাপতি মিনহাজুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড. এম. কামরুল অানাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অা’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল অামিন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। ফুটবলে চ্যাম্পিয়ন মতিগঞ্জ অার এম হাট কে উচ্চ বিদ্যালয়, রানার্সঅাপ কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়। কাবাড়ী বালিকায় চ্যাম্পিয়ন বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়, রানার্সঅাপ মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়, বালকে চ্যাম্পিয়ন বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়, রানার্সঅাপ বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল বালিকায় চ্যাম্পিয়ন মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়, রানার্সঅাপ সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বালকে চ্যাম্পিয়ন বিঞ্চপুর উচ্চ বিদ্যালয় রানার্সঅাপ মো. ছাবের মডেল উচ্চ বিদ্যালয়। এসময় ৫ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সঅাপ দলনেতাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
