Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুৃষ্ঠিত 

FB_IMG_1472387515934

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
ফেনীতে ৩০ অাগস্ট ষড়যন্ত্র,  জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ। রবিবার বিকাল ৪টায় উপজেলা অা’লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবদুল মোতালেব চৌধুরী রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও অামিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সদর ইউপি চেয়ারম্যান শামসুল অারেফিন,  চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন অা’লীগের সভাপতি  এম এ হোসেন,  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চর দরবেশ ইউপি চেয়ারম্যান  নুরুল ইসলাম ভুট্টু,  জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ,  সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অাবদুল্যাহ রিংকু,   চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন জীবন,  কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ,  পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের প্রতিহত করে ফেনীতে চলমান উন্নয়ন ও  শান্তির ধারা অব্যহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অাহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *