by Monir Ahammed


সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজার সংলগ্ন ইস্রাফিল মিয়ার বাড়ীতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভুত।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার সময় ভৈরব চৌধুরী বাজার সংলগ্ন ইস্রাফিল মিয়ার নতুন বাড়ীতে বসতঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে সোনাগাজী দমকল বাহীনি লোকজন ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল সহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানা যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
