সৈয়দ মনির অাহমদ:
সোনাগাজীতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মানে ব্যাপক দুৃর্নীতি অনিয়ম ও নিম্মমানের কাঁচামাল ব্যাবহারের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাঁন মিয়ার দোকান সংলগ্ন স্থানে ৫৬ শতক জায়গা জুড়ে ৪ কোটি ২৯ লক্ষ টাকা ব্যায়ে মা ও শিশু হাসপাতালটি নির্মান কাজ চলছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মান কাজ শুরু থেকে নিম্মমানের ইট, বাংলা রড, ময়লা বালি ব্যাবহার করা হচ্ছে। স্থানীয়দের শত অভিযোগ শর্তেও ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। অবশেষে স্থানীয়দের অনুরোধে গত শুক্রবার বিকালে ফেনী -৩ অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সরেজমিনে পরিদর্শনে যান। তিনি নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ চলছে দেখে হতভাগ ও বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষনিক নির্মান কাজ স্থগিতের নির্দেশ দেন। 
এ ব্যাপারে সাংসদ জানান, সরেজমিনে গিয়ে দেখি, পুরাতন ও মরিচাধরা বাংলা রড, অপরিষ্কার বালি, নিম্মমানের কনক্রিট ও ইট ব্যাবহার করা হচ্ছে। এ নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে হাসপাতালটি নির্মান করা হলে যেকোন মুহুর্তে ভবনটি ভেঙ্গে যেতে পারে। এ সময় তিনি ঠিকাদারকে উন্নত মানের নির্মান সামগ্রী ব্যাবহার করে কাজ চালু করার অনুরোধ জানান।
