
সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের দশপাইয়া গ্রামে নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৭১) ও তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে বুধবার সকাল ১১টায় পাশের বাড়ীর আজিজুল হক, রাজন ও রাজু নামের তিন যুবক লাঠিশোটা নিয়ে অতর্কিত ভাবে মুক্তিযোদ্ধার পবিরাবের উপর হামলা চালায়। এ সময় তিনি, তার স্ত্রী ওজিফা খাতুন (৫৫) ও ছোট ছেলে ইমরান হোসেন (২৬) গুরুতর অাহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে। অাহতরা সোনাগাজী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান বাদী হয়ে অাজিজুল হককে প্রধান অাসামী করে মডেল থানায় মামলা রুজু করেন। হামলার ঘটনায় বৃহষ্পতিবার সকাল ১১টায় প্রতিবাদ সভা করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। কমান্ডার সৈয়দ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কবির অাহম্মদ, এইচ এম শাহাজান,
সন্তান কমিটির যুগ্ন অাহবায়ক অাবদুল্যাহ অাল মামুন, অাবদুস সালাম, বোরহান উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান। এছাড়া প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার স্বারকলিপি প্রদানের সিদ্বান্ত হয়।
