Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে মোটর সাইকেল চাপায় শিশুর মর্মান্তিক মুত্যু

received_1776974332570810-picsay

সংবাদদাতা:- সোনাগাজীর সদর ইউনিয়নের চর খোন্দকার জেলে পাড়ায় মোটর সাইকেল চাপায় রুবেল(১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য চুট্টু মহাজন জানায় ,শিশুটি রাস্তার পাশে দাড়িয়েছিলো। এ সময় ঘাতক  হারুন শিশুটিকে মোটর সাইকেল চাপা দিলে সে গুরতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার সময় শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটর সাইকেল চালক হারুন পালিয়ে যায়। হারুন সোনাগাজী পৌরসভাস্থ তুলাতুলি গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে  এবং পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের ভগ্নিপতি ।শিশু রুবেল ওই এলাকার আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

received_1776974332570810

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *