
আবুল হোসেন রিপন: সোনাগাজীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের মাইক লাগানোর সময় বিদ্যুত লাইনের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ্ছাসেবক লীগের ৪ কর্মী গুরুতর আহত হয়েছে ।ঘটনাটি রবিবার রাত ১০টার সময় উপজেলার অামিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজারে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ,আমিরাবাদ ইউনিয়নের স্বেচ্ছাকেবক লীগ কর্মী সাইফুল ইসলাম(২৮), কামাল উদ্দিন(৩০),মোঃ সাহেদ (২৯) ও সাইফুল ইসলাম (৩০) মানু মিয়ার বাজারে বৈদ্যুতিক খুটির সাথে জাতীয় শোক দিবস পালনের মাইক লাগানোর চেষ্টা করে। এ সময় অসাবধান বসত বৈদ্যুতিক তারের সাথে মাইক লেগে তারা চার জনই বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসাপাতালে স্থানান্তর করা হয় বলে জানান উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন। তবে অামিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক অাইয়ুব নবী ফরহাদ জানান অাহতরা স্থানীয় যুবলীগ কর্মী।খবর পেয়ে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও অামিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল অালম আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে ফেনী সদর হাসপাতালে যান । সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


