
আবুল হোসেন রিপন,ফেনীর সোনাগাজী উপজেলায় বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতা পাচ্ছেন ৯৯১৭ জন এমন তথ্য জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন।তিনি আরও জানান প্রতি বছর ভাতাভোগীর সংখ্যা ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।জানা যায়,১৯৯৮ সালে তৎকালিন আওয়ামীলীগ সরকার দরিদ্র জনগোষ্টির জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসুচি চালু করে।এর আওতায় প্রতিবন্ধি ভাতা,বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি ভাতা সর্বশেষ দলিত,বেদে,হরিজন ভাতা প্রদান করা হচ্ছে।উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের মাধ্যমে এসব ভাতা প্রদান করা হয়।সমাজসেবা কার্য্যালয় সুত্রে জানা যায়,উপজেলায় বয়স্ক ভাতা কর্মসুচির আওতায় মাসিক ৪০০ টাকা হারে ৬১১৩ জন ব্যাক্তি ভাতা পাচ্ছেন।বিধাব ভাতা কর্মসুচিতে মাসিক ৪০০ টাকা হারে ২৫০১ জন বিধাবা নারী ভাতা পাচ্ছেন।৫০০ টাকা হারে প্রতিবন্ধি ভাতা পাচ্ছেন উপজেলার ১১৫৪ জন নিবন্ধিত প্রতিবন্ধি।এছাড়াও ১০৩০ জন প্রতিবন্ধি অনিবন্ধিত থাকলেও তাদের নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।দেশের সবচেয়ে অনগ্রসর দরিদ্র জনগোষ্টি দলিত,হরিজন,বেদে সম্প্রদায়ের ২০ জন মাসিক ৪০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।এছাড়াও প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি কর্মসুচির আওতায় প্রাথমিক শাখায় ৮৫ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রী মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে।মাধ্যমিক শাখায় ২১ জন মাসিক ৬০০ ,উচ্ছ মাধ্যমিক শাখায় ২১ জন মাসিক ৭০০ টাকা ও ¯œাতক শাখায় ০২ জন মাসিক ১২০০ টাকা ভাতা পাচ্ছেন।উপজেলা সমাজসেবা কার্য্যালয়ে বয়স্ক ভাতা নিতে আসা পৌরসভার শতবর্ষী অহিদুন্নেচা প্রতিবেদক কে বলেন,পরিমানে কম হলেও শেখ হাসিনা সরকারের কারনে শেষ বয়ষেও ভালো আছি।সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাভোগী ও ভাতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি ।
