
আবুল হোসেন রিপন:-সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির পূনরায় দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে তিনি সর্বস্তরের জনগনের ভালবাসায় সিক্ত হন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সোনাগাজী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামীলীগ, ৯ নং ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, আহাম্মদপুর নুর নবী উচ্চ বিদ্যালয়, আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহাম্মদ পুর বালিকা উচ্চ বিদ্যালয়, চরডুব্বা সমাজকল্যাণ ট্রাস্ট, সফরপুর সূর্য তরুন ক্লাবের নেতৃবৃন্দসহ এলাকাবাসী চেয়ারম্যান জহির কে ফুলেল শুভেচ্ছা জানান।আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রুহুল আমিন, যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্যে জহির অতীতের ভুল ত্রুটি মার্জনা করে সুন্দরভাবে পরিষদ পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
